সন্দেশখালি ২: মারামারির ঘটনায় ভান্ডার খালি এলাকা থেকে ২ যুবককে আটক করল সন্দেশখালি থানার পুলিশ
মারামারির ঘটনায় ভান্ডার খালি এলাকা থেকে মঙ্গলবার বিকাল চারটে নাগাদ ২ যুবককে আটক করল সন্দেশখালি থানার পুলিশ সন্দেশখালি থানার অন্তর্গত ভান্ডারখালী এলাকায় দুই টোটো চালকের মধ্যে মারামারি হয়। রবিবার মারামারির পর দুজনেই আহত হয়। আহত ওই দুই টোটো চালক সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর পর সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ জানায়। দুই টোটো চালকেরই অভিযোগ টোটোয় যাত্রী তোলা কে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। একে অপরকে মারামারির ঘটনায় ওই এলাকা থেকে