রায়গঞ্জ: প্রতিবেশীর সীমানার খুটি ভাঙাকে কেন্দ্র করে বিবাদ, নিগৃহীত হওয়ার অভিযোগ তুলে থানার দারস্থ পরিবার, চাঞ্চল্য দক্ষিন কসবায়
প্রতিবেশীর সীমানার খুটি ভাঙাকে কেন্দ্র করে বিবাদ, নিগৃহীত হওয়ার অভিযোগ তুলে থানার দারস্থ পরিবার, চাঞ্চল্য দক্ষিন কসবায়। যদিও তাদের উপরে আনা অভিযোগ পরিকল্পিত এবং মিথ্যা বলে জানিয়েছেন অভিযুক্তরা। শেষ পাওয়া খবরে বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানো হতে পারে বলে জানা গেছে। রবিবার দুপুরে অভিযোগকারীরা জানান তাদের বাড়ি রায়গঞ্জের দক্ষিণ কসবায়। তাদের প্রতিবেশীর সীমানার খুটি ভাঙার অভিযোগে তাদের পরিবারের উপরে চড়াও হয়। কয়েক দফায় চড়াও হওয়াতে তারা নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ।