ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পেছনে দুর্গাপুর নগর নিগমের গাড়ির গ্যারাজ থেকে যন্ত্রাংশ চুরি
দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পেছনে রয়েছে দুর্গাপুর নগর নিগমের গাড়ির গ্যারাজ। সেখানেই নগর নিগমের বর্জ্যবাহী গাড়ি, রক্ষণাবেক্ষণের একাধিক গাড়ি এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাড়ি রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ গাড়ি রয়েছে। সেই গ্যারেজের নজরদারির জন্য বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও রয়েছে। কিন্তু সোমবার সকালে নগর নিগমের কর্মীরা দেখেন দুটি ট্রাক্টরে এবং দুটি ডাম্পারের ব্যাটারি উধাও। চিন্তিত হয়ে পড়েন তারা। খবর দেন নগর নিগমের আধিকারিকদের।