বারুইপুর: বারুইপুর কাছারি বাজার ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে বারুইপুর বাইপাশে শুরু হলো নাকা চেকিং
বারুইপুর কাছারি বাজার ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে বারুইপুর বাইপাশে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আজ রাত আনুমানিক ১১টা ৩০ নাগাদ থেকে বারুইপুর বাইপাস এ শুরু হলো নাকা চেকিং, নাকা চেকিং করে কাছারি বাজার ট্রাফিক গার্ড এর পুলিশ অফিসার রা।