বহরমপুর: মোদি-শাহ এর বঙ্গ সফর প্রসঙ্গে BJP ও তৃনমূলকে একযোগে আক্রমণ করলেন অধীর চৌধুরী
বিজেপি পার্টি সারা বছর ধরে ভোটই করে, মোদি শাহ এর বঙ্গ সফর নিয়ে বিজেপি কে আক্রমণ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিজেপির পাশাপাশি তৃনমুলকে আক্রমণ করতেও ছাড়েননি। ভোট পর্যন্ত বিভাজনের রাজনীতি করবে দুই দল বলে মন্তব্য করেন অধীর বাবু।