গড়বেতা ৩: চন্দ্রকোনারোডে রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী OR রুমের আয়োজন,পরিদর্শনে প্রতিমন্ত্রী
রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR, অন্যদিকে রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রত্যেকটি ব্লকে OR রুমের আয়োজন করা হয়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে তৃণমূলের তরফথেকে OR রুমের আয়োজন করা হয়। এই দিন বেলা বারোটা নাগাদ পরিদর্শন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক রাজিব ঘোষ,অধ্যাপিকা অঞ্জনা মাহাতো সহ একাধিক নেতৃত্ব।