সোনামুখী: আসন্ন দুর্গাপুজো আগেই দুস্থ মানুষদের হাতে ধুলায় মোড়ে নতুন বস্ত্র তুলে দিলেন সোনামুখী বিজেপি বিধায়ক
আসন্ন দুর্গাপুজো আগেই সেবা সপ্তাহ উপলক্ষে সোনামুখী বিধানসভার দু নম্বর মন্ডল ধুলায় মোড়ে একটি ব্রস্ত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি।তিনি দুস্থ মানুষের হাতে পুজোর আগেই নটন বস্ত্র তুলে দিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নগর মন্ডলের সভাপতি