রাজগঞ্জ: বাতাবাড়িতে ' আমাদের পাড়া আমাদের সমাধান'কর্মসূচির অন্তর্গত কাজের সূচনা করলেন বিডিও অভিনন্দন ঘোষ
বাতাবাড়িতে ' আমাদের পাড়া আমাদের সমাধান'কর্মসূচির অন্তর্গত কাজের সূচনা শুরু হলো। এদিন মাটিয়ালি বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ২১/৫৩ নম্বর বুথের ১০০ মিটার ড্রেনের কাজের সূচনা করা হয়। ফিতে কেটে এদিন এই কাজের সূচনা করেন মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ, ছিলেন জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালী বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার সহ অন্যান্যরা।