তপন: বিজয়ার দিনে অসহায়দের মুখে হাসি ফোটাল করদহ মাতৃভূমি সংঘ
দশমীর বিদায়ের আবহে যখন মায়ের বিদায়ে মন ভারাক্রান্ত, ঠিক সেই সময়েই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তপনের করদহ মাতৃভূমি সংঘ। বিজয়া দশমী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে অসহায় প্রৌঢ় ও শিশুদের নিয়ে ভোজনের বিশেষ আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ করদহ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ভোজন কর্মসূচি। এদিনের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, সবজি, পাপড়ভাজা, চাটনি, দই এবং পাঁচ রকমের মিষ্টি। সমাজের প্রান্তিক মানুষের মুখে