ভগবানগোলা ১: রাতের অন্ধকারে বাচ্চু শেখের বাড়িতে তাণ্ডব! স্ত্রীকে হত্যার হুমকি, তিন ভরি সোনা লুট — অভিযুক্ত ভাগ্নে মোরসালিন শেখ
মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত দক্ষিণ শহর বাজার পাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বাচ্চু শেখের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁরই ভাগ্নে মোরসালিন শেখ ঢুকে পড়ে বাড়িতে। এরপর বাড়ির জানালা–দরজা ভাঙচুর করে তছনছ করে দেয় গোটা ঘর। শুধু তাই নয়—বাচ্চুর স্ত্রীকে মারধর করা হয় এবং হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আরও, ওই রাতেই আলমারি ভেঙে বাড়ি থেকে তিন ভরি সোনা নিয়ে চম্পট দেয় মোরসালিন। ঘ