শান্তিপুর: গবারচর চরসারাগড় মৎস্যজীবী বৃন্দের পরিচালনায় সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগীতায় দর্শকদের উপচে পড়া ভীড়
Santipur, Nadia | Nov 16, 2025 গবারচর চরসারাগড় মৎস্যজীবী বৃন্দের পরিচালনায় সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগীতায় দর্শকদের উপচে পড়া ভীড়, আজ দুপুর ১২ টা থেকে সারাদিন ব্যাপী শান্তিপুরের গবারচরে গঙ্গাবক্ষে গবারচর চরসারাগড় মৎস্যজীবী বৃন্দের পরিচালনায় এক সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয় আর এই নৌকা বাইচ প্রতিযোগীতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক দল যোগদান করে আর এই প্রতিযোগীতায় স্থানীয় ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন আর