কালচিনি: হ্যামিলটনগঞ্জ ফরওয়ার্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হল এক যুবক
কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ ফরওয়ার্ড এলাকায় শনিবার রাত আটটা নাগাদ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক যুবক। জানা যায়, যুবকটি বাইকে করে ফরওয়ার্ড থেকে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ একটি পথকুকুর তার বাইকের সামনে এসে পড়ে। কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে যুবক। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।