কালচিনি ব্লকের বন্ধ চিঞ্চুলা চা বাগানে পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী হল কালচিনি বিধায়ক বিশাল লামা। এবছর দূর্গা পুজোর সময় বোনাস নিয়ে ঝামেলা জেরে বন্ধ হয়ে যায় চিঞ্চুলা চা বাগান। বাগান বন্ধ হওয়ার জেরে চিঞ্চুলা চা বাগানে তীব্র পানীয় জলের সঙ্কট দেখা যায়। চিঞ্চুলা চা বাগানের পানীয় জলের সঙ্কট চিত্র আমরা তুলে ধরেছি এর পূর্বে। বাসিন্দা দের দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্ৰহ করতে হয়। বাগানে পি এইচ ই পানীয় জলের পাইপ থাকলে ও জল আসেনা।