কান্দি: কান্দিতে বেআইনি ভাবে বালি চুরি! পুলিশের জালে ৫ পাচারকারী
কান্দিতে বেআইনি ভাবে বালি চুরি! পুলিশের জালে ৫ পাচারকারী শীত পড়তেই সক্রিয় বালি পাচার চুরি চক্র। বালি চুরি করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল ৫ জন পাচারকারী। মঙ্গলবার রাতে কান্দি থানার অন্তর্গত দ্বারকা ও কুয়ে নদী থেকে বেআইনি ভাবে বালি চুরি করা হচ্ছিল ।আর তখনই দুটি ট্রাক্টর নিয়ে বালি তোলা হচ্ছিল। পুলিশ ট্রাক্টর চালক সহ মোট ৫জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সাদুল শেখ, রাবিউল শেখ, নুরফুল শেখ, নগর শেখ বাড়ি কান্দি থানার অন্তর্গত রাণীপুর ও আশরাফু