জলপাইগুড়ি: জঞ্জালের স্তুপে রেশন কার্ড, মাল নদীর ঘাট সংলগ্ন এলাকায় দেখা গেলো ২০-২৫টি রেশন কার্ড, তদন্তে জেলা প্রশাসন
জলপাইগুড়ি :- জঞ্জালের স্তুপে রেশন কার্ড। মালবাজার মহকুমার মাল নদীর ঘাট সংলগ্ন এলাকায় দেখা গেলো ২০-২৫টি রেশন কার্ড। কার্ড গুলি এস আই আর আবহের মধ্যে জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য এলাকায়।উদ্ধার কার্ড গুলি মেটলি থানার অন্তর্গত গোবরা বস্তির এলাকার কার্ড বলে জানাগেছে । খবর পেয়ে রেশন কার্ড গুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।কার্ডগুলি এই জঞ্জারের স্তুপে কোথা থেকে এলো সেটা তদন্ত করে দেখছে পুলিশ। সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রশাসনের এক আধিকারিক জানান তদন্ত