ময়ূরেশ্বর ২: দাসপলসায় SIR ক্যাম্প পরিদর্শনে এলেন সাংসদ অসিত মাল
ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে BLO রা গিয়ে বিলি করছে SIR এর ফ্রম। তবে সে সমস্ত ফর্মগুলি ফিলাপ করে দিতে হবে বিএলও দের হাতে। কিন্তু যে সমস্ত মানুষজন SIR এর এই সমস্ত ফর্ম ফিলাপ করতে পারছেন না তাদের জন্য প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় একটি করে ফরম ফিলাপের জন্য ক্যাম্প তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর সেখানে এসেও বেশ কিছু মানুষ এই ফরম ফিলাপ করে নিয়ে যাচ্ছেন।