মাদারিহাট: বীরপাড়ায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গ্যারগান্ডা নদীর ওপর নতুন সেতু তৈরির ভাবনা হাইওয়ে অথরিটির
বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গ্যারগান্ডা নদীর বেহাল সেতুটি সংস্কারের কাজ চলছে। তবে ১ জুন থেকে ওই সেতুতে সিঙ্গল লাইনে যানবাহন পারাপার করানো হচ্ছে। ফলে সেতুর দুই মুখে প্রতিদিন যানজটে নাজেহাল হচ্ছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে ওই সেতুর জায়গায় নতুন সেতু তৈরির চিন্তাভাবনা শুরু করা হয়েছে বলে জানিয়েছে এশিয়ান হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সেতু তৈরির পরিকল্পনায় ডিপিআর তৈরির জন্য প্রথমবার টেন্ডার ডাকা হলেও তা ম্যাচিওরড হয়নি। তাই দ্বিতীয়বার টেন্ডা