কালচিনি: শ্রমিক আন্দোলনের জেরে, বন্ধ দলসিংপাড়া চা বাগানের পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন শ্রম দফতরের আধিকারিকরা
শ্রমিক আন্দোলনের জেরে, বন্ধ দলসিংপাড়া চা বাগানের পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন শ্রম দফতরের আধিকারিকরা।কথা বললেন শ্রমিকদের সাথে,শুনলেন তাদের অভিযোগ ও দাবিও।গত মঙ্গলবার পুনরায় ফাউলাই ভাতা চালু,বাগান খোলা, সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছিলেন শ্রমিকেরা। তাদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল-বিজেপি দুই শ্রমিক সংগঠনই। মিছিলের পাশাপাশি, সেদিন জেলা শাসকের কাছেও লিখিতভাবে নিজেদের সমস্যা ও দাবির কথা জানান শ্রমিকেরা।