বারাসাত ১: চলমান সিড়ি, নতুন সাবওয়ে সহ একাধিক দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল বারাসাত ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর
সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবব্রত পাল ভারতীয় পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ শাখার বারাসাত রেলস্টেশনের একাধিক বিষয়ের সংস্কার ও একটি নতুন সাবওয়ে তৈরির আবেদন জানান ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের কাছে, মূলত বারাসাত রেলস্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের সাবওয়ের সংস্কার, বারাসাত পাঁচ নম্বর প্লাটফর্মে অসুস্থ বয়স্ক ও মহিলাদের সচ্ছলভাবে চলাচলের জন্য চলমান সিঁড়র ব্যবস্থা, নতুন একটি