কৃষ্ণনগর ১: উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত কৃষ্ণনগর-আমঘাটা রেলপথে ট্রেন চলাচল; জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অবশেষে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে চালু হতে চলেছে কৃষ্ণনগর-আমঘাটা রেলপথ এবং লোকাল ট্রেন চলাচল। আজ দুপুরে আমঘাটা কৃষ্ণনগর এই নতুন ইএমইউ লোকাল ট্রেনের উদ্বোধন হবে।এই রুটে তিন জোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চলাচল করবে ১৭ ই নভেম্বর থেকে। তিন বেলা চলবে এই ট্রেন। তার আগে এই এদিন দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।