শালবনি: শালবনির দহ গ্রামে বিজেপির SIR সহায়তা কেন্দ্রে গ্রামবাসীদের ফর্ম পূরণে সহায়তা করলেন জেলা সহ-সভাপতি শংকর কুমার গুছাইত
শালবনীতে বিজেপির এস আই আর সহায়তা কেন্দ্র.। মেদিনীপুর মন্ডল 4 অর্থাৎ সালবনি ব্লকের গড়মাল অঞ্চলের অন্তর্গত দহ গ্রামে বিজেপির তরফে খোলা হয়েছে এসআইয়ের সহায়তা কেন্দ্র। আজ বৃহস্পতিবার সেই শিবিরে বিকেল প্রায় পাঁচটা নাগাদ উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শংকর কুমার গুছাইত। শিবিরের কাজ পরিদর্শন করেন তিনি। এই দিনের এই শিবিরে এস আই আর এর ফরম পূরণ করার জন্য এসেছিলেন বহু গ্রামবাসীরা। শংকর বাবু নিজ হাতে তাদের এই ফর্ম পূরণে সহায়তা করেন