রাইপুর: ভারত জাকাত মাঝি পারগানা মহল আয়োজিত দিশম মাঃ মড়ে অনুষ্ঠিত হলো ফুলকুসমা অঞ্চলের সগড়চাকায়।
Raipur, Bankura | Apr 24, 2024 ভারত জাকাত মাঝি পারগানা মহল আয়োজিত দিশম মাঃ মড়ে অনুষ্ঠিত হলো ফুলকুসমা অঞ্চলের সগড়চাকায়। মঙ্গলবার সকাল আটটা থেকে মাঃ মড়ে শুরু হয় এবং শেষ হয় রাত্রি দশটা নাগাদ। সন্ধ্যে সাড়ে সাতটায় মাঃ মড়ের বিশেষ রীতিনীতিতে পুজো অনুষ্ঠিত হয় এবং প্রসাদ বিলি হয়। জানা গিয়েছে এদিন প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রাইপুর মুলুকে দিশম জাহের দরবার ডাহিরে এই মাঃ মড়ে অনুষ্ঠিত হয়। এরপর রাত্রি আটটা থেকে ধামসা মাদলের ছন্দে শুরু হয় নাচ।