খানাকুল ১: রামমোহন রায় ইস্যুতে খানাকুলে প্রতিবাদ সভা CPIM-এর,তৃণমূল ও বিজেপি'কে তুলোধনা করলেন দীপ্সিতা ধর
রামমোহন রায় ইস্যুতে খানাকুলে প্রতিবাদ সভা CPIM-এর,তৃণমূল ও বিজেপি'কে তুলোধনা করলেন দীপ্সিতা ধর।সম্প্রতি রাজা রামমোহন রায় কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছিলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষমন্ত্রী।প্রতিবাদে সারা দেশের পাশাপাশি প্রতিবাদের ঝর উঠে খানাকুলে।রবিবার CPIM এর পক্ষ থেকে খানাকুলের রাজহাটিতে প্রতিবাদ সভা করা হয়।উপস্থিত হন CPIM রাজ্য স্তরের নেত্রী দীপ্সিতা ধর।এই সভা থেকে রামমোহন ইস্যুতে তৃণমূল বিজেপিকে তুলোধনা করেন তিনি।