মেদিনীপুর: হাঁসপুকুরে সকাল থেকেই ভ্রাম্যমান হাসপাতাল ! স্বাস্থ্য পরীক্ষা করতে ছুটে এলেন অনেকেই
মেদিনীপুর শহরের হাঁসপুকুর এলাকাতে মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করল মোবাইল মেডিকেল ইউনিট। চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে বিভিন্ন রকম টেস্ট পর্যন্ত করালেন বিনামূল্যে। তাদের দেখভালের দায়িত্বে ছিলেন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানীগ্রাহী।