ভরতপুর ২: কান্দ্রা এলাকায় অটো ও সাইকেলের সংঘর্ষে উল্টে গেল অটো, জখম ৩
অটো ও সাইকেলের সংঘর্ষে উল্টে গেল অটো। বুধবার দুপুরে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দির থেকে ওই আটোটি সালার আসার সময় কান্দ্রা এলাকায় একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষের ফলে উল্টে যায় অটোটি। ঘটনায় যখম হন সাইকেল আরোহী সহ দুই অটো যাত্রী। স্থানীয়রা বুধবার দুপুটে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ।