বারাসাত ১: কলকাতার পর এবার দত্তপুকুরে! ৩৫ নম্বর জাতীয় সড়কের হাটখোলায় বসছে অটোমেটিক সিগন্যাল; স্বস্তি প্রকাশ উপপ্রধান মান্তু সাহা
কলকাতার পর এবার দত্তপুকুরে! ৩৫ নম্বর জাতীয় সড়কের হাটখোলায় বসছে অটোমেটিক সিগন্যাল; স্বস্তি প্রকাশ উপপ্রধান মান্তু সাহার পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং যান চলাচলকে আরও আধুনিক করতে এবার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের ৩৫ নম্বর জাতীয় সড়কের উপর বসতে চলেছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক সিগন্যাল। এতদিন এই সড়কে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মাধ্যমে ম্যানুয়াল সিগন্যালিংয়ের কাজ চলত, কিন্তু এখন আধুনিকীকরণের পথে হাঁটল বারাসাত জেলা ট্রাফিক পুলিশ।