ওন্দা: ওন্দা থানার একারিয়া গ্রামে একটি খড়ের পালুই এবং পরপর তিনটি পোল্ট্রি ফার্মে আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Onda, Bankura | Apr 24, 2024 ওন্দা থানার একারিয়া গ্রামে একটি খড়ের পালুইতে হঠাৎ আগুন লেগে যায় এবং সেই আগুন খরের পালুই এর পাশে থাকা পরপর তিনটি পোল্ট্রি ফার্মে লেগে যায় এবং তিনটি পোল্ট্রি ফার্ম পুড়ে বশীভূত হয়ে যায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন । এবং ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ