বারাসাত ১: উত্তর ২৪ পরগনা জেলা জুনিয়র ক্যারাম চ্যাম্পিয়নশিপ সম্পন্ন দত্তপুকুর সবুজ আসর ক্লাবে , জিতলেই রাজ্য স্তরে জায়গা
উত্তর ২৪ পরগনা জেলা জুনিয়র ক্যারাম চ্যাম্পিয়নশিপ সম্পন্ন দত্তপুকুর সবুজ আসর ক্লাবে , জিতলেই রাজ্য স্তরে জায়গা জেলার প্রতিশ্রুতিমান ক্যারাম খেলোয়াড়দের নিয়ে সম্প্রতি দত্তপুকুর সবুজ আসর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনা জেলা জুনিয়র ক্যারাম চ্যাম্পিয়নশিপ। জেলার রেজিস্টারভুক্ত ক্যারাম প্রতিযোগীদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট ছিল জুনিয়র খেলোয়াড়দের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ। মোট ১৩২ জন জুনিয়র ক্যারাম প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। মোট