অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রল রেজিস্ট্রেশন অফিসার বলরামপুর বিডিও সৌগত চৌধুরী সঙ্গে,মাইক্রো অবজার্ভার, বি এল ও এবং অন্যান্যরা সহকারীদের নিয়ে বলরামপুর বিধানসভার ২০৮ নম্বর বুথের উর্মিলা দাস,217 নম্বর বুথের হাজরা খাতুন, ২২২ নম্বর বুথের দুলাল চন্দ্র আচার্য এবং ২২৪ নম্বর বুথের শকুন্তলা সাউয়ের বাড়িতে গিয়ে SIR এর হেয়ারিং সম্পন্ন হলো শুক্রবার।