মাদারিহাট: জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত বীরপাড়া হয়ে রবিবার থেকে ভলভো বাস পরিষেবা চালু হল
জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত বীরপাড়া হয়ে রবিবার থেকে ভলভো বাস পরিষেবা চালু হল। এতে খুশি জয়গাঁ, কালচিনি, হাসিমারা, মাদারিহাট, বীরপাড়ার বাসিন্দারা। ওই বাসটি বিন্নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা, চালসা, ময়নাগুড়ি, হয়ে চলবে, জানিয়েছে পরিবহণ সংস্থাটি। ওই রুটে সরকারি বাস পরিষেবা নেই। তাই বেসরকারি ভলভো বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ ছাড়াও পর্যটকরাও উপকৃত হবেন বলে বক্তব্য ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহার।