SIR এর শুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক সত্তোরের বৃদ্ধা। পরিজন না থাকায় শেষমেষ অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে পঞ্চায়েত সমিতির দোতলায় সুনানি কক্ষে নিয়ে গেলের খোদ সুরুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাহিদ আলম। চরম হয়রানির পর বৃদ্ধার শুনানি শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপপ্রধান। সোমবার এমনই দুর্দশার চিত্র দেখা গেল ইটাহার BDO অফিস প্রাঙ্গণে। বৃদ্ধার নাম পবন বিবি(৭০)। তার বাড়ি ইটাহারের ৯ নম্বর ডামডোলিয়া বুথে।