কালচিনি: দক্ষিণ লতাবাড়ি এলাকায় লোকালয় ঢুকে পড়া বুনো হাতির দলকে জঙ্গলে মুখো করতে গিয়ে হাতির হানায় জখম হল এক বনকর্মী
লোকালয় ঢুকে পড়া বুনো হাতির দলকে জঙ্গলে মুখো করতে গিয়ে হাতির হানায় জখম হল এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায়। বুধবার সকাল ন'টা নাগাদ স্থানীয়দের তরফে জানা যায় গতকাল রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতির দল দক্ষিণ লতাবড়ি এলাকায় ধাত ক্ষেতে চলে আসে। বুনো হাতির দলকে এলাকা থেকে জঙ্গলমুখো করতে ঘটনাস্থলে পৌছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা।