রায়গঞ্জ: মিলনপাড়ায় তাঁরা মা আশ্রমের ৪৯ তম বাৎসরিক কালী পুজায় ৭ দিন ব্যাপী উৎসব শুরু হলো বুধবার
মিলনপাড়ায় তাঁরা মা আশ্রমের ৪৯ তম বাৎসরিক কালী পুজায় ৭ দিন ব্যাপী উৎসব শুরু হলো। বুধবার সন্ধ্যায় পুজা কমিটির সম্পাদক স্বপন দাস জানান, স্বর্গীয় কালী চরন দাস তথা কালী সন্যাসীর প্রতিষ্ঠিত তাঁরা মায়ের এই বাৎসরিক পুজার শুরু হবে গভীর রাতে। বৃহস্পতিবার সকালে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুক্রবার থেকে টানা ৫ দিন চলবে বহিরাগত বাউলদের বাউল উৎসব৷ রায়গঞ্জের অন্যতম বাউল উৎসবে বাউল প্রেমীদের আন্তরিক আহ্বান জানিয়েছেন তারা৷