কাঁকসা: সিলামপুরে গ্রামবাংলা প্রিমিয়ার লীগের চূড়ান্ত পর্যায়ের খেলার সূচনা করলেন অভিনেত্রী হিযা মুখার্জি ও পঞ্চায়েত মন্ত্রী
৩দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় রবিবার। কাঁকসা ক্রিকেট ফ্যান ক্লাবের উদ্যোগে আইপিএলের ধাঁচে গ্রামবাংলা প্রিমিয়ার লীগের আয়োজন করা হয় কাঁকসার সিলামপুরের কাটাবাগান ফুটবল ময়দানে। আটটি দলকে নিয়ে শুরু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতা রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এদিন খেলার সূচনা করতে আসেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা বাংলা জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি চরিত্রে অভিনীত অভিনেত্রী হিয়া মুখার্জি