রাজগঞ্জ: ডামডিম চাবাগানের ধানখেতে দাড়িয়ে হাতি,এলাকায় আতঙজ,ঘটনাস্থলে মালস্কোয়াডের বনকর্মিরা
জলপাইগুড়ি জেলার মালব্লকের ডামডিম চাবাগানে বারে বারে চলে আসছে একটি দলছুট দাতাল হাতি।এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাতিটি রবিবার সকাল থেকে ডামডিম চাবাগানের গোসাইলাইনের একটি ধানের জমিতে দাঁড়িয়ে আছে।সে ক্রমাগত গায়ে কাদা মেখেই চলেছে।ঘটনাস্থলে মালস্কোয়াডের বনকর্মিরা রয়েছে।তারা হাতিটির উপর নজরদারি শুরু করেছে। এই হাতিটি গত শনিবারও এখানেই ছিল।সন্ধ্যা বেলায় হাতিটি বনকর্মিরা জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল।কিন্তু এদিন ফের একই জায়গায় চলে আসে হাতিটি।