মেমারি ২: ঘটক পাড়াতে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, বুধবার দেহ বর্ধমানে পাঠানো হয় ময়নাতদন্তে
এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া সংলগ্ন ঘটক পাড়া এলাকার ঘটনা,ঘটনাটি ঘটে বুধবার বেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়, মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকওও মৃত বলে ঘোষণা করেন, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।