আলিপুরদুয়ার ২: ধওলাঝোড়ায় প্রশাসনিক মদতে স্বনির্ভর গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে তালাবদ্ধ ক্রেস হাউস লোপাট লাইট ফ্যান
স্বনির্ভর গোষ্ঠীর কোন্দলের জেরে ধওলাঝোড়া ক্রেস হাউস তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে গত সাত দিন ধরে প্রশাসনিক কর্তাদের উদাসীনতার জেরেই সরকারিভাবে তৈরি ক্রেস হাউসের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে এমনটাই জানা গেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলে সোমবার বিকেল পাঁচটা নাগাদ।গত ১০ই নভেম্বর ঢাকঢোল পিটিয়ে ক্রেস হাউস উদ্বোধন হওয়ার কথা থাকলেও উদ্বোধন হয়নি ।যদিও আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের বিডিও প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করার।