শান্তিপুর: কাজে আসতে বারণ করায় শান্তিপুরে এক কাপড় ব্যবসায়ী কারখানায় ঢুকে কয়েক হাজার টাকার কাপড় কেটে দিলো এক তাঁত শ্রমিক
Santipur, Nadia | Nov 19, 2025 কাজে আসতে বারণ করায় শান্তিপুরে কাপড় ব্যবসায়ী কারখানায় ঢুকে কয়েক হাজার টাকার কাপড় কেটে দিলো এক তাঁত শ্রমিক। সূত্রের খবর, শান্তিপূর থানা এলাকার বাসিন্দা এক কাপড় ব্যবসায়ীর কারখানায় ঢুকে মঙ্গলবার রাতে ওই কারখানারই এক তাঁত শ্রমিক তাঁতে বসানো একাধিক কাপড় ও সুতোর গাঁট ব্লেড দিয়ে কেটে দেয়। অভিযোগ, শান্তিপুর কলাবাগান এলাকার বাসিন্দা এক তাঁত শ্রমিক নিম্ন মানের কাপড় তৈরি করায় মঙ্গলবার রাতে তার পাওনা টাকা মিটিয়ে দিয়ে কাজে আসতে বারণ করেন ওই তাঁত ব্যবসায়ী।