মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের অনুপনগর হাসপাতালে মা ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম সহ এলাকার একাধিক জনপ্রতিনিধিরা। সোমবার বিকেলে বিধায়ক জানান, হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের পরিবারের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ধুলিয়ান পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়।