মেদিনীপুর: বিরসা মুন্ডার জন্মবর্ষ পুর্তিতে বিশেষ আলোচনা সভা মেদিনীপুর শহরে, তুলে ধরা হলো তাঁর জীবন সংগ্রাম
স্বাধীনতা সংগ্রামী ও কৃষক বিদ্রোহ আন্দোলনের অন্যতম অবিসাংবাদী নেতা বিরসা মুন্ডা। জন্মবর্ষ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন মেদিনীপুর শহরে। শহরের পঞ্চুরচক এলাকাতে এই সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভাতে আদিবাসী জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের সমাজসেবীরা বিরসা মুন্ডার জীবন সংগ্রামের বিষয়ে তুলে ধরেন।