ওন্দা: বিহারে বিজেপি নেতৃত্বধীন NDA জোটের ঐতিহাসিক বিজয় উপলক্ষে আজ ,ওন্দা বিধায়ক উপস্থিতিতে একটি বিজয় মহামিছিল অনুষ্ঠিত হল
Onda, Bankura | Nov 15, 2025 গতকাল বিহারে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের ঐতিহাসিক বিজয় উপলক্ষ্যে ওন্দাতে বিজয় মিছিল অনুষ্ঠিত হল।এই মিছিলে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সহ দলের একাধিক বিজেপি নেতৃতরা।