মেমারি ২: রসুলপুর সংলগ্ন এলাকায়,দোতলার জানালায় কাঠের কাজ করার সময়,তীব্র রোদে মাথা ঘুরে পড়ে গিয়ে জখম এক ভিন রাজ্যের শ্রমিক
মেমারি থানার অন্তর্গত রসুলপুর সংলগ্ন এলাকার ঘটনা, ঘটনাটি ঘটে রবিবার দুপুরে, জখম শ্রমিকের নাম মহঃ বাবর, বাড়ি বিহারে, কাজের সূত্রে রসুলপুরে এসেছিল ওই যুবক। রসুলপুর সংলগ্ন এলাকায়, একটি নবনির্মিত বাড়ির,দোতলার জানালায় কাঠের কাজ করছিল। কাজ করার সময়, তীব্র রোদে মাথা ঘুরে পড়ে নিচে পরে গিয়ে জখম হয় ভিন রাজ্য থেকে কাজে আসা ঐ শ্রমিক। মেমারি হাসপাতালে চিকিৎসক বর্ধমানে রেফার করেন ।