হাঁসখালি: বগুলাই বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উদ্দোগে CAA ক্যাম্প ।
রানাঘাট উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাসের উদ্দোগে বগুলার ভোলা বাড়িতে একাধিক জায়গাই CAA ক্যাম্পে চলছে। এই ক্যাম্পে সকাল থেকে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিরা নাগরিকত্ব পাওয়ার জন্য লাইন। বগুলার ভোলা বাড়িতে CAA ক্যাম্পে ১৫ তম দিনে পড়ছে। আজ বৈকাল ৩ টে নাগাদ উঠে এলো আমাদের ক্যামেরায় এমন ই ছবি।