চাপড়া: চাপড়ায় অঙ্গনওয়ারী কেন্দ্রের খাবারে সাপের খোলস, অসুস্থ ৭
Chapra, Nadia | Nov 12, 2025 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে সাপের খোলস! অভিযোগ সেই খাবার খেয়ে অসুস্থ ৬ শিশু সহ এক গর্ভবতী মহিলা। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়ার ডোমপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার ৩৬১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনের মতোই বুধবারও শিশু ও গর্ভবতী মায়েদের জন্য খাবার বিতরণ হচ্ছিল। মুনমুন সেখ নামে এক গর্ভবতী মহিলা খাবার খাওয়ার সময়ই লক্ষ্য করেন, খাবারের মধ্যে রয়েছে সাপের খোলস। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি অঙ্গনওয়াড়ি কর্মীরা সবাইকে খাবার খেতে নিষেধ করেন। কিন্তু তার আগেই অনেকের খাওয়া হয়ে গিয়েছিল। আতঙ্কের জেরে ৬ শিশু ও ওই গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।