রাজগঞ্জ: মালকোলনির ময়দানে একটি বিশেষ আলোচনা সভা করল মালবাজার একতা টোটো ইউনিয়ন
মালকোলনির ময়দানে একটি বিশেষ আলোচনা সভা করল মালবাজার একতা টোটো ইউনিয়ন। উল্লেখ্য রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী ৩০শে নভেম্বরের মধ্যে সব টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার কথা ঘোষণা করা হয়েছে। সেই নির্দেশকে কেন্দ্র করেই এদিনের সভা ঘিরে টোটো চালকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। সভা শুরু হতেই একাংশ টোটো চালক স্পষ্ট জানিয়ে দেন— “আমরা সরকারের রেজিস্ট্রেশন মানি, কিন্তু WB সিরিজের নম্বর আমরা মানব না।