ওন্দা: ওন্দা স্টেশন রোডের কাছে একটি চালকলে ভয়াবহ আগুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Onda, Bankura | Mar 25, 2024 বাঁকুড়ার ওন্দা থানার ওন্দা স্টেশন রোডের একটি চাল কলে সোমবার ভোর রাতে আগুন লাগার ঘটনা টের পায় চালকলের নিরাপত্তারক্ষী। চালকলের মালিক ও অনান্য কর্মীরা এসে দেখে আগুন গ্রাস করতে শুরু করেছে চাল কলকে। ছুটে আসে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় দমকল বিভাগ কে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়।