ইলামবাজার: টিকরবেতা জাগরণী মাতৃসংঘের পরিচালনায় চতুর্থ বছরের জগধাত্রী পূজার মহাসমারোহে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়
ইলামবাজার ব্লকের টিকরবেতা জাগরনী মাতৃসংঘের পরিচালনায় চতুর্থ বছরের জগধাত্রী পূজার মহাসমারোহে অনুষ্ঠিত হয় ওআজ সন্ধ্যা ৭টা নাগাদ উদ্বোধন করেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান।উপস্থিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য রবি মুর্মু ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি,সহ অঞ্চলের বিশিষ্ট দলীয় কর্মীবৃন্দরা ও সাধারণ মানুষ।