ক্যানিং ১: বাগানের সবজি চুরি নিয়ে বিবাদের জেরে ভাগ্নেদের হাতে আক্রান্ত মামি, জীবনতলার মুখার্জি পাড়ার ঘটনা
নিকট আত্মীয়দের হাতে আক্রান্ত হলেন এক প্রৌড়া। বাগানের সবজি চুরি করা নিয়ে বিবাদের জেরে ছকিনা সরদার নামে ঐ মহিলাকে বেধড়ক মারধর করা হয়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার মুখারজি পাড়ায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছকিনাকে উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সন্ধ্যা সাতটা নাগাদ। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ছকিনা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আনারুল পাইক ও তার অনুগামিদের বিরুদ্ধে।