রাইপুর: "বাঁকুড়া ছিল অশান্তির জায়গা। জঙ্গলমহল ছিল সন্ত্রাসের জায়গা,মানুষ বেরোতে পারত না" রাইপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
সোমবার বাঁকুড়ার রাইপুরের সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগে বাঁকুড়া ছিল অশান্তির জায়গা। জঙ্গলমহল ছিল সন্ত্রাসের জায়গা। মানুষ বেরোতে পারত না, আর রাইপুর ও সাঁকরাইল দিয়ে গুন্ডারা বেরিয়ে যেত। তাদের হাতে খুনের রক্ত ছিল। গুন্ডাদের দৌরাত্ম্য চলত। আমরা জঙ্গলমহলকে শান্ত করেছি।