রায়গঞ্জ: রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এলেন ডিআরএম কাটিহার, বসতে চলেছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন
রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এসে কাটিহার ডিভিশনের ডি.আর.এম জানান, খুব শীঘ্রই স্টেশনে বসানো হবে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। স্টেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন তিনি।ডি.আর.ইউ.সি সদস্য অতনু বন্ধু লাহিড়ী জানান, ২ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধান করা হবে।